ফিটনেস টেস্টে এগিয়ে নাহিদ রানা, পিছিয়ে আছে মোস্তাফিজ–তাসকিন
জাতীয় দলের নতুন ফিটনেস পরীক্ষায় কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। তবে পেসার নাহিদ রানা দারুণ পারফরম্যান্স করে সবার নজর কেড়েছেন।
আজ রোববার (১০ আগস্ট) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিটনেস পরীক্ষায় ১৬০০ মিটার দৌড় ও ৪০ মিটার স্প্রিন্টের মাধ্যমে খেলোয়াড়দের ফিটনেস মূল্যায়ন করা হয়। এর পূর্বে ইয়ো-ইয়ো বা বিপ টেস্টে ফিটনেস মাপা হলেও নতুন স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে।