আর্কাইভ
লগইন
হোম
সুপ্রিমকোর্ট
আজ দুপুরে ২৫ বিচারপতির শপথ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নিয়োগ পাওয়া অতিরিক্ত ২৫ বিচারককে আজ দুপুরে শপথ পড়ানো হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর দেড়টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের শপথবাক্য পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর পূর্বে গতকাল সোমবার (২৫ আগস্ট) তাদের নিয়োগের প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।
4 দিন আগে
শীঘ্রই সুপ্রিম কোর্ট সচিবালয় আশা করেন প্রধান বিচারপতি
শীঘ্রই সুপ্রিম কোর্ট সচিবালয় আশা করেন প্রধান বিচারপতি
2025-04-16
শীঘ্রই সুপ্রিমকোর্ট সচিবালয় প্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। আজ বুধবার (১৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের মূলভবন এবং এনেক্স ভবনে নতুনভাবে সংস্কার করা অবকাঠামো পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই আশার বাণী শোনান প্রধান বিচারপতি। সুপ্রিমকোর্টে সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান বিচারপতি রেফাত আহমেদ বলেন, সচিবালয় সম্পর্কে অবকাঠামোগত আমরা যে অর্গানোগ্রাম দিয়েছিলাম, ধারণাপত্র দিয়েছিলাম, সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে, আলোচনা চলছে। দেখতে হবে কোনো সাংবিধানিক ও আইনি প্রতিবন্ধকতা আছে কিনা, বাস্তবায়নের জন্য। সেটা যদি থাকে, সেটা দূরীকরণ হবে। কবে নাগাদ প্রত্যাশা করেন সাংবাদিকদের এমন প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, সেটা তো বলা যায় না। শীঘ্রই  চাই।