আর্কাইভ
লগইন
হোম
‘মন দুয়ারী’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে
‘মন দুয়ারী’ ইউটিউব ট্রেন্ডিংয়ের শীর্ষে
দ্য নিউজ ডেস্ক
February 22, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
প্রতিবছর ইন্টারনেটে যুক্ত হয় প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট
প্রতিবছর ইন্টারনেটে যুক্ত হয় প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট
7 ঘন্টা আগে
এই বিশ্বের তথ্যভাণ্ডার বলতে প্রথমেই আসে ইন্টারনেট ও ওয়েবসাইটের কথা। বিশ্বজুড়ে এখন ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১১২ কোটি। কিন্তু বিস্ময়করভাবে এরমধ্যে মাত্র ১৭% ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ বা সক্রিয়ভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ ৮৩% ওয়েবসাইট নীরব, নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিসংখ্যান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে-ওয়েবসাইটের সংখ্যা বাড়লেও মানসম্মত কনটেন্ট ও নিয়মিত ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। অনলাইন ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম ডিমান্ডসেইজ-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যগুলো। প্রতিবেদন অনুসারে, প্রতিবছর ইন্টারনেটে যোগ হচ্ছে প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট। তবে প্রতিদিনই নিষ্ক্রিয় হয়ে পড়ছে হাজারও সাইট। ওয়েবসাইটের সক্রিয়তা নির্ভর করে এর ট্রাফিক সোর্স বা দর্শক কতজন ভিজিট করছেন, তার ওপর। এ ট্রাফিক আসছে মূলত গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপন থেকে। এর মধ্যে সবচেয়ে বড় উৎস গুগল।
জোভান যে কারণে অভিনয় থেকে বিরতি নিলেন
জোভান যে কারণে অভিনয় থেকে বিরতি নিলেন
8 ঘন্টা আগে
দেশের ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। নতুন নতুন কাজ নিয়ে যেনো দম ফেলার সময় নেই তার। ব্যস্ততার কারণে পরিবারকে সেভাবে সময় দিতে পারেননি। তাই এবার অভিনয় থেকে দুই মাসের বিরতি নিচ্ছেন অভিনেতা। এই প্রসঙ্গে জোভান বলেন, গত কয়েক মাস ব্যাক টু ব্যাক কাজ হওয়ায় অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম। এখন মনে হচ্ছে, দুই মাস বিশ্রাম নেব। পুরো সময় পরিবারের সঙ্গে থাকবো। বন্ধুবান্ধব অনেকের অভিযোগ থাকে, আমাকে পাওয়া যায় না। তাদের সঙ্গে সময় কাটাবো। নিজের মতো করেও থাকা দরকার। যে কারণে এ বিরতি। এছাড়া বেশ কয়েকজন নির্মাতার সঙ্গে কথা হচ্ছে তার। যে গল্পগুলো ভালো লাগবে, সেগুলো নিয়েই আগস্টে কাজ শুরু করবেন বলে জানিয়েছেন জোভান।
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
9 ঘন্টা আগে
সম্প্রতি শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গন্তব্যের তালিকায় এসেছিল ইউরোপও। কয়েকটি লাতিন দেশের নামও জড়িয়েছিল। কিন্তু সিআর সেভেন পুরোনো ডেরাতেই থিতু হয়েছেন। সৌদি আরবে আরও দুই বছর থাকবেন। পর্তুগিজ তারকার ইচ্ছে সারাজীবন সৌদিতেই কাটিয়ে দেওয়ার। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন। সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।’ সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।‘