আর্কাইভ
লগইন
হোম
কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন
কুয়ালালামপুরে নতুন ঠিকানায় বাংলাদেশ হাইকমিশন
দ্য নিউজ ডেস্ক
March 28, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপ: সাফের সেরা গোলরক্ষক মেঘলা
7 ঘন্টা আগে
গতকাল অনূর্ধ্ব ১৭ সাফ চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ। তবে পয়েন্টে পিছিয়ে থাকায় শিরোপা উঠেছে শেষ ম্যাচে হারা ভারতের হাতেই। এই আসরে শিরোপা জিততে না পারলেও ব্যক্তিগত অর্জন রয়েছে বাংলাদেশের গোলরক্ষক মেঘলার। এবারের সাফের আসরের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের মেঘলা। অন্যদিকে ফেয়ারপ্লে পুরস্কার উঠেছে বাংলাদেশের হাতে। আসরে বাংলাদেশের পারফরমেন্স ধারাবাহিক ছিল না। প্রথম ম্যাচে ভারতের কাছে হার এবং ভুটানের বিপক্ষে এক ম্যাচে ড্র করায় শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।
এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল আটলান্টা
এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল আটলান্টা
1 দিন আগে
প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় সাংস্কৃতিক ও সামাজিক সমাবেশ ফোবানা (FOBANA) সম্মেলনের ৩৯তম আসর গত শুক্রবার (২৯ আগস্ট) যুক্তরাষ্ট্রের আটলান্টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে। আটলান্টার ডুলুথে গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে শুরু হওয়া ৩ দিনব্যাপী এই সম্মেলনে উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত হাজারো প্রবাসী বাংলাদেশি অংশ নিয়েছেন। উদ্বোধনী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর আলোচকরা প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও আগামী প্রজন্মের কাছে মাতৃভাষা এবং ঐতিহ্য পৌঁছে দেওয়ার গুরুত্ব নিয়ে বক্তব্য রাখেন। সম্মেলনে প্রবাসীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উত্তর আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আসা হাজারো প্রবাসী বাঙালির পদচারণায় পুরো অনুষ্ঠানস্থল পরিণত হয়েছিল এক টুকরো বাংলাদেশে।
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
প্রথম ম্যাচে লিটন-তাসকিনে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ
1 দিন আগে
সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। গতকাল শনিবার (৩০ আগস্ট) অনুষ্ঠিত ম্যাচে ১৩৭ রানের লক্ষ্য সহজেই তাড়া করে লিটন দাসের দল ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে যায়। নেদারল্যান্ডস প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৮ উইকেটে তোলে ১৩৬ রান। বাংলাদেশের পক্ষে তাসকিন আহমেদ ছিলেন বল হাতে সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে ২৮ রানের খরচায় তুলে নেন ৪ উইকেট। একের পর এক গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে নেদারল্যান্ডসের ইনিংস ভেঙে দেন তিনি। বিশেষ করে পাওয়ারপ্লেতে মাক্স ও’দাউদ এবং ভিক্রমজিৎ সিংকে ফেরানোর পর ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসে। এছাড়া মোস্তাফিজুর রহমান নেন ১/১৯ ও সাইফ হাসান ২/১৮। ১৩৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বাংলাদেশ আঘাত পায়। পারভেজ হোসেন ইমন (১৫) দ্রুত আউট হন। তবে লিটন দাস ও তানজিদ হাসান মিলে দলকে সামাল দেন। লিটন দাস অপরাজিত ৫৪ রান করেন মাত্র ২৬ বলে, যেখানে ছিল ৬টি চার ও ২টি ছক্কা। তানজিদ করেন ২৪ রান।