আর্কাইভ
লগইন
হোম
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
রিয়ালের ১০ জনের দারুণ জয়, দ্বিতীয় রাউন্ডে সিটি-জুভেন্টাস
দ্য নিউজ ডেস্ক
June 23, 2025
শেয়ার
সর্বশেষ
জনপ্রিয়
এ সম্পর্কিত আরও খবর
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
দেশে আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে আনছে বিসিবি
7 ঘন্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোতে বড় কিছু পরিবর্তনের পথে হাঁটছে। গতকাল সোমবার (৩০ জুন) শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা। আইসিসি’র সাবেক বর্ষসেরা ও এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার সঙ্গে ৩ বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিসিবি সভাপতি বলেন, “আমরা সাইমন টফেলের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ। তিনি ও তার দল আমাদের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন, দীর্ঘমেয়াদে আম্পায়ারিং মান বাড়াতে এটা বড় এক পদক্ষেপ।”
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
সারাজীবন সৌদি আরবে থাকতে চান ক্রিশ্চিয়ানো রোনালদো
7 ঘন্টা আগে
সম্প্রতি শোনা যাচ্ছিল যুক্তরাষ্ট্রের কথা, ক্রিশ্চিয়ানো রোনালদোর গন্তব্যের তালিকায় এসেছিল ইউরোপও। কয়েকটি লাতিন দেশের নামও জড়িয়েছিল। কিন্তু সিআর সেভেন পুরোনো ডেরাতেই থিতু হয়েছেন। সৌদি আরবে আরও দুই বছর থাকবেন। পর্তুগিজ তারকার ইচ্ছে সারাজীবন সৌদিতেই কাটিয়ে দেওয়ার। সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন। সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি।’ সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।‘
ভারতের সফর বিষয়ে যা বলছে বিসিবি
ভারতের সফর বিষয়ে যা বলছে বিসিবি
10 ঘন্টা আগে
বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার ২৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে গত এক সপ্তাহ বিভিন্ন অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। জাতীয় দলের খোঁজ নেওয়ার সময় যেন ছিল না। বিসিবির হুট করে মনে হয়েছে, অনেক এজেন্ডা বাকি। তাই রেকর্ডসংখ্যক এজেন্ডা নিয়ে গতকাল সোমবার (৩০ জুন) বিসিবির পরিচালনা পর্ষদের সভা ডেকেছিলেন আমিনুল। সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে সিদ্ধান্ত হয়েছে। এর সামনের আসর বসবে ডিসেম্বর-জানুয়ারিতে। এছাড়া আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। প্রায় ছয় ঘণ্টারও বেশি সময়ের ম্যারাথন সভা শেষে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলন কক্ষে আসেন বিসিবি সভাপতি আমিনুল ও মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ।
ব্যাগে পাওয়া ম্যাগাজিন: যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
ব্যাগে পাওয়া ম্যাগাজিন: যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ
1 দিন আগে
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় ম্যাগাজিন পাওয়া গেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগে। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থেই অস্ত্রের লাইসেন্স করা আছে। যদিও ব্যাগে পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। গতকাল রোববার (২৯ জুন) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে’ যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লে সেটি প্রটোকল অফিসারের কাছে দিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল।’ আসিফ মাহমুদ আরও লিখেছেন, ‘নিরাপত্তার স্বার্থে আমার লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ-অভ্যুত্থানে নেতৃত্বে দেওয়ায় পরে কয়েক দফা হত্যাচেষ্টা হয়েছে। তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য লাইসেন্সড অস্ত্র রাখতে হয়।’ তিনি বলেন, ‘শুধু ম্যাগাজিন দিয়ে আমি কী করব ভাই? যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্র রেখে আসতাম না। এখানে অবৈধ কিছু নেই। তবে অনেকের জন্য এটা আলোচনা করার বিষয় বটে।’