আর্কাইভ
লগইন
হোম
প্রবাস
মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্রে অভিযান : ১২ বাংলাদেশিসহ ৯৯ জন আটক
মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) ৬টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহকসেবা প্রদানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট ৮৫ জন বিদেশি নারীকে আটক করেছে। এছাড়াও আটক করা হয়েছে ১২ বাংলাদেশিসহ অন্তত ১৪ জন বিদেশি পুরুষ কর্মীকেও। গতকাল রোববার (১৫ জুন) পাহাং জেআইএম পরিচালক নুরসাফরিজা ইহসান এক বিবৃতিতে জানান, শনিবার (১৪ জুন) রাত ১টার দিকে কুয়ানতানের কাছে জালান গাম্বুতের কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ৯৯ জন বিদেশির মধ্যে ৮১ জন থাই, বাংলাদেশি ১২, লাওটিয়ান ৪, ইয়েমেনি ১ এবং চীনা ১ একজন।
4 ঘন্টা আগে
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৩ অভিবাসী আটক
2025-06-06
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৩ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এক বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। ৩ জুন কুয়ালালামপুরের জালান ইপো এবং জালান সুলতান ইসমাইল নামে দুটি প্রধান স্থানে অভিযান চালানো হয়। ইমিগ্রেশন বিভাগ বলছে বিদেশিরা ক্রমশ সাহসী হয়ে উঠছে, ‘তাউকে’ হোমস্টেতে পরিণত হচ্ছে। তাদের অবস্থান অনুসন্ধান করলে একদল বিদেশির ভাড়া করা বাড়িগুলিকে অবৈধ ‘হোমস্টে’ প্রাঙ্গণে পরিণত করার প্রচেষ্টা অবশেষে উন্মোচিত হয়। গত দুই সপ্তাহের গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে পুত্রজায়া ইমিগ্রেশন সদর দপ্তরের গোয়েন্দা ও বিশেষ অভিযান বিভাগের বিভিন্ন পদের কর্মকর্তাদের একটি দল এই অভিযান পরিচালনা করে। গতকাল বৃহস্পতিবার (০৫ জুন) ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (ব্যবস্থাপনা) ইসমাইল মোখতার এক বিবৃতিতে জানান, অভিযানে মোট ১৩ জন বিদেশিকে আটক করা হয়েছে, যার মধ্যে নয়জন পুরুষ এবং একজন বাংলাদেশি নারী, একজন ইন্দোনেশিয়ান পুরুষ, একজন ভারতীয় নারী এবং একজন ফিলিপিনো নারী রয়েছেন, যাদের বয়স ২৪ থেকে ৪০ বছরের মধ্যে।