আর্কাইভ
লগইন
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
আক্রমণ-প্রতি আক্রমণ, বল দখল, কিংবা গোলে শট—মেক্সিকোর কাছে কোনো বিভাগেই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপও জেতা হয়নি। স্বাগতিকদের ২-১ ব্য়বধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো। টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা। এই ট্রফি ফয়সালার ম্যাচে ৬০% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকানরা। আমেরিকানদের রক্ষণ রাখেন তটস্ত। ১৬ শটের ৮টি রাখেন গোলমুখে। বিপরীতে ৯ শটের ৩টি গোলমুখে থাকে আমেরিকার। ২-১ ব্যবধানে ফাইনাল সমাধানের দিনে শুরুর ৪ মিনিটেই গোল উদযাপনে মাতেন স্বাগতিকরা। মেক্সিকো সেই গোল শোধ দেয় ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিট এদিসন আলভারেজ এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচটিও ওই ব্যবধানে থামে।
$
২২ ক্যা. সোনা৳১৭২১২৬
Fajr৩:৫০ AM ফজর
Dhuhr১২:০৩ PM যোহর
Asr৩:২৩ PM আসর
Maghrib৬:৫০ PM মাগরিব
Isha৮:১৬ PM ইশা
বাংলা তারিখ২৫ আষাঢ়, ১৪৩২
আরবি তারিখ১২ মুহাররম, ১৪৪৭
সূর্যোদয়৫:১৭ AM
সূর্যাস্ত৬:৫০ PM
জাতীয়
আরও খবর
ঐকমত্য কমিশন কিছুই চাপিয়ে দিচ্ছে না: আলী রীয়াজ
1 ঘন্টা আগে
টানা ৩ দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়
টানা ৩ দিন ছুটি শেষে খুলেছে সচিবালয়
1 ঘন্টা আগে
টানা ৩ দিনের ছুটি শেষে আজ সোমবার (০৭ জুলাই) খুলেছে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। গতকাল রোববার (০৬ জুলাই) আশুরা উপলক্ষ্যে ছিল সরকারি ছুটি, এর আগের দুই দিন শুক্রবার ও শনিবার ছিল নিয়মিত সাপ্তাহিক ছুটি। ফলে সরকার ও প্রশাসনের সর্বোচ্চ স্তরের কেন্দ্রবিন্দু সচিবালয়ে কাজকর্ম বন্ধ ছিল টানা ৩ দিন। তবে ছুটি শেষেও কেউ কেউ অতিরিক্ত ছুটিতে এখনও গ্রামেই রয়েছেন৷ আজ সোমবার (০৭ জুলাই) সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে৷ সরেজমিনে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে দেখা যায়, সকাল থেকেই যথারীতি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে যোগ দিচ্ছেন৷ তবে এই ছুটির সঙ্গে কেউ কেউ অতিরিক্ত দুই-একদিন ছুটি নিয়ে এখনো গ্রামেই রয়ে গেছেন৷
আজ পবিত্র আশুরা বা ১০ই মহররম
আজ পবিত্র আশুরা বা ১০ই মহররম
1 দিন আগে
আজ পবিত্র আশুরা। আশুরা শব্দের অর্থ ১০ম। সৃষ্টির শুরু থেকে নানা ঘটনার কারণে হিজরি মহররম মাসের ১০ম দিনটি তাৎপর্যপূর্ণ। সবশেষ ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রিয় দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর এই তারিখে শাহাদত বিশ্বব্যাপী মুসলমানদের কাছে শোক ও ত্যাগের মহিমার এক অনন্য অনুষজ্ঞ। এ দিনটিতে বিশ্বের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নামাজ-রোজাসহ বিভিন্ন নফল ইবাদত করে থাকেন। শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিল বের করে থাকে। দিনটি উপলক্ষ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন আয়োজন করেছে আলোচনা সভা ও দোয়া মাহফিল। এ উপলক্ষ্যে আজ রোববার (০৬ জুলাই) সরকারি ছুটির দিন। দিনটি উপলক্ষ্যে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা তার বাণীতে পবিত্র আশুরার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
গত দেড় বছরে ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে
2 দিন আগে
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত তারেক মো. আরিফুল ইসলাম বলেছেন, রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছা, নিরাপদ, সম্মানজনক ও টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য বাংলাদেশ সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত। রাখাইনে রোহিঙ্গাদের অধিকার ও মর্যাদা সমুন্নত রাখা ও তাদের প্রত্যাবাসনের জন্য দ্রুত একটি অনুকূল পরিস্থিতি সৃষ্টি করা আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত দায়িত্ব। জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের চলমান ৫৯তম অধিবেশনে ওআইসির উদ্যোগে উত্থাপিত ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের মানবাধিকার পরিস্থিতি’ শীর্ষক রেজ্যুলেশন গৃহীত হওয়ার প্রাক্কালে মানবাধিকার পরিষদে বক্তব্যে তিনি এ কথা বলেন।
রাজনীতি
আরও খবর
নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সঠিক অগ্রযাত্রা সম্ভব: মির্জা ফখরুল
আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করবে অন্তর্বর্তী সরকার— এমনটাই আশা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (০৭ জুলাই) সকালে সিলেটে হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
2 ঘন্টা আগে
‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’: নাহিদ ইসলাম
‘মুজিব পরিবারের জমিদারি ভেঙেছি, নতুন ফ্যাসিবাদ এলেও লড়াই করব’: নাহিদ ইসলাম
2 দিন আগে
মুজিব পরিবারের জমিদারি ভাঙা হয়েছে, নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও লড়াই করবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। গতকাল শুক্রবার (০৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ বাজারে এনসিপির কার্যালয় উদ্বোধনকালে তিনি এ কথা জানান। নাহিদ বলেন, বিগত দিনে সনাতন ধর্মাবলম্বী ভাইবোনেরা অনেক নির্যাতিত হয়েছেন আওয়ামী লীগের মাধ্যমে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক দল। তারা কখনো সনাতন ধর্মাবলম্বী মানুষের সঙ্গে ইনসাফ করেনি। মুজিব পরিবার দেশের জমিদারি নিয়েছিল, তা ভেঙেছি আমরা। নতুন কোনো ফ্যাসিবাদ তৈরি হলে তাদের বিরুদ্ধেও আমরা লড়াই করব। এনসিপির আহ্বায়ক বলেন, আমাদের প্রত্যাশা দেশটাকে আমরা নতুন করে গড়ব, ইনসাফের ভিত্তিতে শান্তির ভিত্তিতে আমরা দেশটাকে গড়ে তুলবো। চাঁদাবাজি সন্ত্রাসমুক্ত একটা দেশ হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বাংলাদেশের গণঅভ্যুত্থানে যেসব তরুণ নেতৃত্ব দিয়েছিলাম তারা মিলে এই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, সেই পার্টি আপনাদের সঙ্গে নিতে চায়, জনগণের কথা বলতে চায়, অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে রাজনীতি করতে চায়।
বাংলাদেশ
আরও খবর
সাতক্ষীরায় সৌদি খেজুরের চারা উৎপাদনে সাফল্য, নতুন সম্ভাবনার হাতছানি!
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নরহরকাটি গ্রামে সৌদি আরবের আযুয়া, মরিয়ম, বারহী, আমবার, মেগজুল, ছড়া, দারাজ, ছাগাই, ফরিদা, জাহিদ ও মাবরুম জাতের খেজুরের চারা তৈরিতে সফল হয়েছেন কৃষক শোকর আলী। নিজ বাড়ির আঙিনায় ১৫ শতক জমিতে উন্নতজাতের খেজুরের চারার নার্সারি গড়ে তুলেছেন তিনি। তার নার্সারিতে এখন শোভা পাচ্ছে ১৫-২০ হাজার খেজুরের চারা। গাছে ঝুলছে থোকায় থোকায় খেজুর। যা উপকূলীয় কৃষিতে হাতছানি দিচ্ছে নতুন সম্ভাবনার।
1 ঘন্টা আগে
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এসআই সুকান্ত গ্রেফতার
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে এসআই সুকান্ত গ্রেফতার
2025-06-26
ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত দাসকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) ও চুয়াডাঙা জেলা পুলিশের একটি যৌথ দল চুয়াডাঙার আলমডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে গণমাধ্যমকে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দার বিষয়টি নিশ্চিত করে বলেন, এসআই (নিরস্ত্র) সুকান্ত কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে। সরকারি কর্মচারী গ্রেপ্তার সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে তাকে আদালতে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা চলমান রয়েছে। এসআই সুকান্তকে খুলনায় আনা হচ্ছে। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি এবং আদালতে একটি মামলা রয়েছে।
আন্তর্জাতিক
আরও খবর
আমেরিকার টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৪৩
আমেরিকার টেক্সাসে বন্যায় মৃত্যু বেড়ে ৪৩
1 দিন আগে
আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে আকস্মিক বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছে গ্রীষ্মকালীন একটি ক্যাম্পের থাকা বেশ কয়েকজন শিশু। স্থানীয় সময় শুক্রবার (০৪ জুলাই) রাজ্যের স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণের ফলে গুয়াদালুপ নদীর পানি প্রায় ৯ মিটার (২৯ ফুট) বেড়ে যায়। গ্রীষ্মকালীন ওই ক্যাম্পটি নদীর পাশেই ছিল। ঐ ক্যাম্পে অবস্থান করছিল ৭৫০ জন শিশু। গতকাল শনিবার (০৫ জুলাই) কের কাউন্টির পুলিশ কর্মকর্তা ল্যারি লেইথা সাংবাদিকদের জানান, বন্যায় নিহত ৪৩ জনের মধ্যে ১৫ জনই শিশু। গতকাল শনিবার (০৫ জুলাই) সকালে বন্যার পানি কমায় ওই অঞ্চল থেকে প্রায় ৮০০ জনকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। কের কাউন্টির পাশের শহর কারভিলের নগর ব্যবস্থাপক ডালটন রাইস জানান, ক্যাম্পের ২৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।
অর্থনীতি
আরও খবর
আমের বাজার জমজমাট, কিন্তু দাম কম
আমের বাজার জমজমাট, কিন্তু দাম কম
20 ঘন্টা আগে
ফলের মৌসুমে গড়ে উঠা আমের বাজারে কেনাবেচা জমে উঠেছে। কোথাও কয়েক ঘণ্টা কোথাও সারাদিনে বিক্রি হচ্ছে আম। এরমধ্যে মালিক বাগান থেকে সরাসরি পাইকারদের কাছে ও অনলাইনে আম বিক্রি করছেন। সুমিষ্ট আম বলে পরিচিত হাঁড়িভাঙা আম বিক্রি হচ্ছে মাত্র ৩০ টাকা কেজিতে। সব মিলে আমের এ মৌসুমে অনেক মানুষের কর্মসংস্থানও হয়েছে। উত্তর বাংলার নীলফামারী জেলার সৈয়দপুরের রেলঘুমটি এলাকায় পাইকারী ও শহরের বাজারে বিভিন্ন জাতের আম বিক্রি হচ্ছে। হাঁড়িভাঙা আমের সাথে এখানে রয়েছে আম্রপালি, ব্যানানা, বারী-৪ আমসহ স্থানীয় জাতের আম। পাইকারি ৩০/৪০ টাকা কেজি বিক্রি হলেও খুচরা বিক্রি হচ্ছে কেজিতে ১০/২০ টাকা বাড়িয়ে।
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো
ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের দাম কমলো
3 দিন আগে
দেশে ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। জুলাই মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ১,৪০৩ থেকে ৩৯ টাকা কমিয়ে ১,৩৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। জুন মাসে প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬৪ টাকা ৩০ পয়সা ছিল। গতকাল বুধবার (০২ জুলাই) নতুন এ মূল্যের ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন এ দাম সন্ধ্যা থেকে কার্যকর হবে।
আবার বেড়েছে স্বর্ণের দাম, ভরি ১,৭২,১২৬ টাকা
আবার বেড়েছে স্বর্ণের দাম, ভরি ১,৭২,১২৬ টাকা
5 দিন আগে
নতুন ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দি‌য়ে‌ছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৮৯০ টাকা বাড়ানো হ‌য়ে‌ছে। নতুন দাম অনুযায়ী— সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ১,৭২,১২৬ টাকা। মঙ্গলবার (০১ জুলাই) প্রতি ভরি সোনা ১,৭০,২৩৬ টাকায় বেচাকেনা হয়েছে। গতকাল মঙ্গলবার (০১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাজুস। আজ ০২ জুলাই (বুধবার) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আইন-আদালত
আরও খবর
আদালতে স্বীকারোক্তি সাবেক সিইসি নুরুল হুদার
আদালতে স্বীকারোক্তি সাবেক সিইসি নুরুল হুদার
5 দিন আগে
সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা রাষ্ট্রদ্রোহ, নির্বাচনে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে করা মামলায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন। দুই দফায় ৮ দিনের রিমান্ড শেষে গতকাল মঙ্গলবার (০১ জুলাই) তাকে আদালতে হাজির করা হয়। এই সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক সৈয়দ সাজেদুর রহমান। আবেদনের পরিপ্রেক্ষিতে এদিন বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এর পর সন্ধ্যায় তাকে কারাগারে পাঠানো হয়।
খেলাধুলা
আরও খবর
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
যুক্তরাষ্ট্রকে হারিয়ে আবারও গোল্ড কাপ চ্যাম্পিয়ন মেক্সিকো
16 মিনিট আগে
আক্রমণ-প্রতি আক্রমণ, বল দখল, কিংবা গোলে শট—মেক্সিকোর কাছে কোনো বিভাগেই পেরে ওঠেনি যুক্তরাষ্ট্র। টেক্সাসের এনআরজি স্টেডিয়ামে কনকাকাফ গোল্ড কাপও জেতা হয়নি। স্বাগতিকদের ২-১ ব্য়বধানে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা ঘরে তুলেছে মেক্সিকো। টুর্নামেন্টে এটি তাদের দশম শিরোপা। এই ট্রফি ফয়সালার ম্যাচে ৬০% বল দখলে রেখে একের পর এক আক্রমণ চালায় মেক্সিকানরা। আমেরিকানদের রক্ষণ রাখেন তটস্ত। ১৬ শটের ৮টি রাখেন গোলমুখে। বিপরীতে ৯ শটের ৩টি গোলমুখে থাকে আমেরিকার। ২-১ ব্যবধানে ফাইনাল সমাধানের দিনে শুরুর ৪ মিনিটেই গোল উদযাপনে মাতেন স্বাগতিকরা। মেক্সিকো সেই গোল শোধ দেয় ২৭ মিনিটে। দ্বিতীয়ার্ধে ৭৭ মিনিট এদিসন আলভারেজ এগিয়ে দেন মেক্সিকোকে। ম্যাচটিও ওই ব্যবধানে থামে।
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
সাকিব খেলবেন গ্লোবাল সুপার লিগে
20 ঘন্টা আগে
সাকিব আল হাসানের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা আপাতত বন্ধ, তবে ক্রিকেট থেকে বিদায় নেননি তিনি। আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে তার যাত্রা এখনও অব্যাহত রয়েছে। এবার সেই ধারাবাহিকতায় গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে অংশ নিতে যাচ্ছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার। দুবাই ক্যাপিটালস নিশ্চিত করেছে, দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের পরিবর্তে তারা দলে নিয়েছে সাকিবকে। আজ রোববার (০৬ জুলাই) এক সামাজিক মাধ্যম পোস্টে এই ঘোষণা দেয় তারা। আগামী বৃহস্পতিবার (১০ জুলাই) গায়ানায় শুরু হচ্ছে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে সাকিবের দল দুবাই ক্যাপিটালস, প্রতিপক্ষ নিউ জিল্যান্ডের সেন্ট্রাল স্ট্র্যাগস।
ফুটবলার নেইমার চতুর্থ সন্তানের বাবা হলেন
ফুটবলার নেইমার চতুর্থ সন্তানের বাবা হলেন
20 ঘন্টা আগে
ফুটবলার নেইমার ও ইনফ্লুয়েন্সার ব্রুনা বিয়ানকার্দির সংসারে এসেছে কন্যাসন্তান। গতকাল শনিবার (০৫ জুলাই)। সাও পাওলোর ভিলা নোভা স্টার হাসপাতালে জন্ম নিয়েছে নেইমারের এই চতুর্থ সন্তান। সন্তানের নাম রাখা হয়েছে মেল। ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে নেইমারের আরও এক সন্তান রয়েছে। বিগত ২০২৩ সালে এই জুটির প্রথম কন্যা মাভি জন্ম নেয়। এছাড়া প্রথম প্রেমিকা কারোলিনা দান্তাস ২০১১ সালে জন্ম দেন নেইমারের প্রথম সন্তান পুত্র দাভি লুকাকে। আর বর্তমান প্রেমিকা ব্রুনার সঙ্গে সাময়িক বিচ্ছেদের সময় ২০২৪ সালে ব্রাজিলিয়ান মডেল-ইনফ্লুয়েন্সার অ্যামান্ডা কিম্বার্লির কোলেও এসেছে নেইমারের আরেক কন্যা—হেলেনা। মেলের জন্মের খবরটা ইনস্টাগ্রামে দিয়েছেন মা ব্রুনা। তিনি লিখেছেন, ‘আমাদের মেল এসেছে! আমাদের জীবন এখন আরও মধুর হয়ে উঠেছে। স্বাগত, প্রিয় কন্যা! ঈশ্বররের আশীর্বাদ থাকুক তোমার জীবনে, সব খারাপ থেকে তিনি তোমাকে রক্ষা করবেন। আমরা তোমার সঙ্গে নতুন এই অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি, আমরা তোমাকে ভালোবাসি!’
শান্ত টি-টোয়েন্টি দল থেকে বাদ, ফিরলেন সাইফউদ্দিন
শান্ত টি-টোয়েন্টি দল থেকে বাদ, ফিরলেন সাইফউদ্দিন
2 দিন আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে । তবে জায়গা পাননি সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাম্প্রতিক সময়ে ছোট ফরম্যাটে শান্তর ব্যাটিং ফর্ম নিয়ে সমালোচনা চলছিল। পারফরম্যান্সে ধারাবাহিকতা না থাকায় আগেই তিনি টি-টোয়েন্টির নেতৃত্ব ছেড়ে দেন। এবার তিনি বাদ পড়লেন দল থেকেও। দীর্ঘ এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার সঙ্গে দলে ফিরেছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান এবং নাসুম আহমেদ।
বিনোদন
আরও খবর
কানাডা সফরে যাচ্ছেন অভিনেত্রী ববিতা
কিংবদন্তি অভিনেত্রী ফরিদা আক্তার পপি (ববিতা) ৬ মাসের জন্য কানাডা পাড়ি দিচ্ছেন। একমাত্র পুত্র কানাডা প্রবাসী অনিককে সঙ্গে নিয়ে আজ ঢাকা থেকে উড়াল দেবেন দেশটির উদ্দেশ্যে। অনিক ছোটবেলা থেকে কানাডাতেই থাকেন। সেখানকার একটি বিশ্ববিদ্যালয় উচ্চতর ডিগ্রি লাভ করে সেখানেই শিক্ষকতা করছেন। কিছুদিন আগে দেশে এসেছেন এবং এবার মা চিত্রনায়িকা ববিতাকে নিয়ে কানাডায় যাচ্ছেন। এ বিষয়ে ববিতা জানান, কানাডায় অনিকের কাজের ফাঁকে ওকে নিয়ে ঘুরে বেড়াব। সেখান থেকে যুক্তরাষ্ট্র প্রবাসী ভাইদের সঙ্গে দেখা করতে যাব। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সমাজকল্যাণ মূলক সংগঠন ডিসিআইআইয়ের শুভেচ্ছা দূত হিসেবে কিছু কাজ করব। প্রসঙ্গত, ২০১২ সাল থেকে প্রতিষ্ঠানটির শুভেচ্ছাদূত হিসেবে ববিতা বিশ্বব্যাপী বঞ্চিত নারী ও শিশুদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।
19 ঘন্টা আগে
শিক্ষা
আরও খবর
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬ গেট’ উদ্বোধন
1 দিন আগে
২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি অম্লান রাখতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) প্রধান ফটকের নামকরণ করা হয়েছে ‘জুলাই ৩৬ গেট’। গতকাল শুক্রবার (০৪ জুলাই) এই গেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম বলেন, ‘জুলাই ৩৬ গেট’ শুধু একটি ফটক নয়, এটি প্রজন্ম থেকে প্রজন্মে স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য লড়াইয়ের এক নীরব সাক্ষী। তরুণদের জন্য এটি একটি অনুপ্রেরণা-যাতে তারা ভুলে না যায়, কীভাবে অধিকার রক্ষায় মানুষ তাদের জীবন উৎসর্গ করেছিলেন। সিকৃবির প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. মুহাম্মদ রাশেদ আল মামুন জানান, গেটটির নাম ‘জুলাই ৩৬’ রাখা হয়েছে ২০২৪ সালের জুলাই মাসে শহীদ ও আহত বীর সন্তানদের প্রতি সম্মান জানিয়ে। এটি করতে ব্যয় হয়েছে ১ কোটি ৩৬ লাখ টাকা।
সুখবর: বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের জন্য
সুখবর: বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্সের শিক্ষকদের জন্য
3 দিন আগে
দেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজে নিয়োগপ্রাপ্ত স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর কোর্সের (অনার্স-মাস্টার্স) নিয়মিত ও কর্মরত শিক্ষকরা দীর্ঘ ৩২ বছর পর এমপিওভুক্ত হচ্ছেন। গতকাল বুধবার (০২ জুলাই) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১ শীর্ষক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে সভায় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ঢাবির ৫ হলের ছাত্রীরা আপৎকালীন অর্থ সহায়তা পেলেন
ঢাবির ৫ হলের ছাত্রীরা আপৎকালীন অর্থ সহায়তা পেলেন
5 দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫টি ছাত্রী হলের ৫৮৩ জন শিক্ষার্থীর জন্য প্রথমবারের মতো চালু হলো আপৎকালীন আর্থিক সহায়তা কর্মসূচি। এই কর্মসূচির আওতায় প্রত্যেক শিক্ষার্থী প্রতি মাসে ৩,০০০ টাকা করে সরাসরি তাদের অ্যাকাউন্টে পাবেন। গতকাল মঙ্গলবার (০১ জুলাই) উপাচার্যের সভাকক্ষে এক অনুষ্ঠানে প্রতীকীভাবে বিভিন্ন হলের ১০ জন ছাত্রীকে এই সহায়তার টাকা হস্তান্তর করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
স্বাস্থ্যসেবা
আরও খবর
২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত
২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২০৪ জন ডেঙ্গু আক্রান্ত
2 দিন আগে
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি এবং একই সময়ে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন আরও ২০৪ জন। গতকাল শুক্রবার (০৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০১ জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০ জন রয়েছেন। ২৪ ঘণ্টায় ২৫৪ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত মোট ১০,৩৩৬ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
তথ্য-প্রযুক্তি
আরও খবর
ভুয়া অ্যাপের ফাঁদ: স্মার্টফোন সুরক্ষা করতে হবে আপনাকেই
ভুয়া অ্যাপের ফাঁদ: স্মার্টফোন সুরক্ষা করতে হবে আপনাকেই
1 দিন আগে
বর্তমানে স্মার্টফোন ছাড়া যেন আমাদের জীবনই অচল। কিন্তু অজান্তেই অনেকেই এমন কিছু অ্যাপ ফোনে ইনস্টল করেন, যেগুলো মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। গুগল প্লে-স্টোর বা অ্যাপল অ্যাপ-স্টোরে পেয়ে যাওয়া কোনো অ্যাপ নিরাপদ; এমনটি ভাবা ভুল। সম্প্রতি একাধিক ক্ষতিকর অ্যাপ চিহ্নিত হয়েছে, যেগুলোর মাধ্যমে হ্যাকাররা ব্যবহারকারীর ফোনে ম্যালওয়্যার ঢুকিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে। যেমন-নকল টিকটকঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, স্টিকার মেকার, জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট ফিল্টার বা স্মার্ট কিউআর কোড ক্রিয়েটর ইত্যাদি। এসব অ্যাপ, ফোনের ক্যামেরা, মাইক্রোফোন, ফাইল, এমনকি ব্যাংকিং তথ্যও হ্যাক করতে পারে। তাই নতুন কোনো অ্যাপ ইনস্টল করার আগে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখা দরকার।
কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর রূপ, ব্ল্যাকমেইল ও প্রতারণার নতুন মাত্রা যোগ
কৃত্রিম বুদ্ধিমত্তার ভয়ঙ্কর রূপ, ব্ল্যাকমেইল ও প্রতারণার নতুন মাত্রা যোগ
3 দিন আগে
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এখন আর শুধু তথ্য বিশ্লেষণ বা নির্দেশনা পালনের যন্ত্র নয়, এর আচরণে দেখা দিচ্ছে অস্বাভাবিক ও উদ্বেগজনক প্রবণতা। সাম্প্রতিক গবেষণা বলছে, উন্নত এআই মডেলগুলো শিখছে কৌশলগত প্রতারণা, হুমকি ও ব্ল্যাকমেইল করার মতো কার্যকলাপ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপির প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রপিকের ক্লড-৪ নামের একটি চ্যাটবট এক প্রকৌশলীকে ব্ল্যাকমেইল করেছে বলে অভিযোগ উঠেছে। মডেলটি তার ব্যক্তিগত তথ্য ফাঁসের হুমকি দিয়েছিল। অপরদিকে, ওপেনএআইয়ের তৈরি শক্তিশালী মডেল ও১ গোপনে নিজেকে বাইরের সার্ভারে স্থানান্তরের চেষ্টা করে, পরে ধরা পড়লে তা অস্বীকার করে। গবেষকদের মতে, এ আচরণগুলো শুধু ‘হ্যালুসিনেশন’ নয়, এখন এটি উদ্দেশ্যপ্রসূত প্রতারণায় রূপ নিচ্ছে।
প্রতিবছর ইন্টারনেটে যুক্ত হয় প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট
প্রতিবছর ইন্টারনেটে যুক্ত হয় প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট
5 দিন আগে
এই বিশ্বের তথ্যভাণ্ডার বলতে প্রথমেই আসে ইন্টারনেট ও ওয়েবসাইটের কথা। বিশ্বজুড়ে এখন ওয়েবসাইটের সংখ্যা প্রায় ১১২ কোটি। কিন্তু বিস্ময়করভাবে এরমধ্যে মাত্র ১৭% ওয়েবসাইট নিয়মিত হালনাগাদ বা সক্রিয়ভাবে ব্যবহার হচ্ছে। অর্থাৎ ৮৩% ওয়েবসাইট নীরব, নিষ্ক্রিয় বা বন্ধ অবস্থায় পড়ে আছে। বিশেষজ্ঞরা বলছেন, এ পরিসংখ্যান আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে-ওয়েবসাইটের সংখ্যা বাড়লেও মানসম্মত কনটেন্ট ও নিয়মিত ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে। অনলাইন ডেটা অ্যানালিটিকস প্ল্যাটফর্ম ডিমান্ডসেইজ-এর সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্যগুলো। প্রতিবেদন অনুসারে, প্রতিবছর ইন্টারনেটে যোগ হচ্ছে প্রায় ৯ কোটি নতুন ওয়েবসাইট। তবে প্রতিদিনই নিষ্ক্রিয় হয়ে পড়ছে হাজারও সাইট। ওয়েবসাইটের সক্রিয়তা নির্ভর করে এর ট্রাফিক সোর্স বা দর্শক কতজন ভিজিট করছেন, তার ওপর। এ ট্রাফিক আসছে মূলত গুগল সার্চ, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপন থেকে। এর মধ্যে সবচেয়ে বড় উৎস গুগল।
লাইফস্টাইল
আরও খবর
আপেল সাইডার ও আপেল জুস, এদের মধ্যে পার্থক্য কী?
আপেল সাইডার ও আপেল জুস, এদের মধ্যে পার্থক্য কী?
1 দিন আগে
দেশের সুপারশপ বা বাজারে ইদানিং অনেক নতুন রঙিন পানীয়ের দেখা যায়। যাকে বলে আপেল সাইডার। দেখতে গাঢ় সোনালি, সামান্য ঘোলা আর সুগন্ধি এই পানীয় আমাদের দেশে এখন আর নতুন নয়। তবে অনেকেই জানেন না, অ্যাপল সাইডার আর আপেলের জুস এক নয়। আবার ‘হার্ড সাইডার’ এবং আপেল  সাইডার-ও আলাদা। আপেল সাইডার আসলে কী, কীভাবে তৈরি হয়, আপেলের জুস থেকে এর পার্থক্য কোথায়, ‘হার্ড সাইডার’ কেমন, এবং এই সাইডার গরমে না ঠাণ্ডায় খাওয়া ভালো? এ বিষয়গুলো না জেনেই অনেকে ৩ ধরনের পানীয় খাদ্যতালিকায় যোগ করেন। এতে কি স্বাস্থ্যক্ষতি আছে? আপেল সাইডার কী? আপেল সাইডার হচ্ছে তাজা আপেল চিপে তৈরি করা এক ধরনের পানীয়। এটি সাধারণত ঘোলা এবং গাঢ় রংয়ের হয়, কারণ এটি ছেঁকে পরিষ্কার করা হয় না। এই তথ্য জানিয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে খাদ্য-বিষয়ক মার্কিন লেখক মেলিসা ক্রাভিজ হফনার আরও বলেন, আপেল খোসা ছাড়ানো ও ফালি করার পর যেভাবে রং বদলে যায়, সাইডারেও এমনটা ঘটে অক্সিডেইশনের কারণে। অনেকে এটিকে ঝাঁজালো ও খাঁটি স্বাদের জন্য পছন্দ করেন। এটি তৈরি করা হয় কাঁচা আপেল চিপে। কিছু ক্ষেত্রে এটি পাস্তুরিত করা হয়, অর্থাৎ নিরাপদে পান করার জন্য জীবাণুমুক্ত করা হয়। তবে মার্কিন কৃষি বিভাগ (ইউএসডিএ) অ্যাপল সাইডার বা আপেলের জুস— কোনোটির ক্ষেত্রেই বাধ্যতামূলক পাস্তুরিত করার নিয়ম দেয়নি।
ধনেপাতা খাওয়া উচিত নয় যাদের
ধনেপাতা খাওয়া উচিত নয় যাদের
1 দিন আগে
কোরিয়েন্ড্রাম সেটিভা ধনেপাতার বৈজ্ঞানিক নাম। ধনেপাতা সারাবছর পাওয়া গেলেও শীতের ধনেপাতার আলাদা স্বাদ রয়েছে। রান্নায় ধনেপাতা আলাদা স্বাদ এবং সুগন্ধ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়। তবে এটি শুধু খাবারের রং ও স্বাদ উন্নত করে না, এতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এ পাতার আবার পার্শ্বপ্রতিক্রিয়াও রয়েছে। অতিরিক্ত ধনেপাতা খেলে লিভারের ক্ষতি হতে পারে। যাদের নিম্ন রক্তচাপ, ত্বকের সংবেদনশীলতা, অ্যালার্জির সমস্যা ও গর্ভবতীদের ধনেপাতা খাওয়া ঠিক না। অতিরিক্ত ধনেপাতা খেলে ভ্রূণের বা বাচ্চার শরীরের বেশ ক্ষতি হতে পারে।
ওজন কমাতে কোনটি বেশি কার্যকর, কলা না পেঁপে?
ওজন কমাতে কোনটি বেশি কার্যকর, কলা না পেঁপে?
5 দিন আগে
মানবদেহে পেঁপে হজম শক্তি বাড়ায় ও মেদ ঝরায়, আর কলা শক্তি জোগায় ও ক্ষুধা নিয়ন্ত্রণে রাখে। দুই ফলের পুষ্টিগুণ এবং ওজন কমানোর কার্যকারিতা অনেক। এখন প্রশ্ন হলোঃ ওজন কমাতে কোনটি বেশি উপকারী— পেঁপে না কলা? চলুন জেনে নেওয়া যাক কোনটির উপকারিতা কেমন- যদি আপনার মনে প্রশ্ন জাগে, দ্রুত পেটের চর্বি কমানোর জন্য পেঁপে খাবেন না কি কলা? আর ওজন কমিয়ে সবাই চায় নিজেকে ফিট ও অ্যাকটিভ রাখতে। এর জন্য অনেকেই নিজের ডায়েটে নানা পরিবর্তন করে থাকেন। বিশেষ করে ফল খাওয়া তাদের মধ্যে সাধারণ অভ্যাস, যারা ওজন কমানোর চেষ্টা করছেন। আর পেঁপে ও কলার গুণাগুণ এবং ওজন কমাতে কার কতটুকু ভূমিকা রয়েছে জেনে নিন।
গণমাধ্যম
আরও খবর
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
ভারতে নিষিদ্ধ: পিনাকী, ইলিয়াস, কনক ও জুলকারনাইনের ইউটিউব চ্যানেল
2025-05-11
অনলাইন অ্যাকটিভিস্ট, ব্লগার, লেখক পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন, ড. কনক সরওয়ার ও জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল ব্লক করে দিয়েছে ভারত। এর ফলে এখন থেকে দেশটিতে এসব চ্যানেলে প্রবেশ করতে পারবেন না কেউ। গতকাল শনিবার (১০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন পিনাকী ভট্টাচার্য। পরে জুলকারনাইন সায়ের তার ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়ার বিষয়টি জানান। পিনাকী ভট্টাচার্য তার পোস্টে বলেন, ‘আমার, ইলিয়াসের এবং কনকের ইউটিউব চ্যানেল ব্লক করে দেওয়া হয়েছে ভারতে। ভারতমাতা তার শত্রুদেরকে চিনে।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কারা পিনাকী, ইলিয়াস আর কনকের শত্রু, তাদেরকে কি এখন চিনতে পারেন?’ অপর আরেকটি পোস্টে পিনাকী ভট্টাচার্য বলেন, ভারতমাতা, তুমি না পরাশক্তি হইতে চাও। সামান্য ইউটিউবারদের ডরাইলে চলবে? এদিকে সাংবাদিক জুলকারনাইন তার ফেসবুক পোস্টে লিখেন, ‘আমার অপরাধটা কিরে ভাই? কবে ইউটিউব চ‍্যানেল একটা খুলছিলাম, তেমন কিছুই পোস্ট করি না, ওইটাও ভরত মাতা তাগো দেশে ব্যান কইরা দিলো।’
ভারতে ৬ ‘চ্যানেল’ বন্ধ, ব্যাখ্যা না পেলে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ
ভারতে ৬ ‘চ্যানেল’ বন্ধ, ব্যাখ্যা না পেলে বাংলাদেশের পাল্টা পদক্ষেপ
2025-05-10
শুধুমাত্র ৪টি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের ৬টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায়, তাহলে পাল্টা পদক্ষেপ। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিসমিস ল্যাব শুক্রবার জানিয়েছিল যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত থেকে বন্ধ করেছে ইউটিউব।
পর্যটন
আরও খবর
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
দেখে আসুন হরিরামপুরের পদ্মার চরের নয়নাভিরাম সৌন্দর্য
6 দিন আগে
কুশিয়ারচর। জায়গাটা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায়। দুই পাশে বিস্তর ফসলি জমি। কাঁচা-পাকা ফসলের ম ম ঘ্রাণ। জমি থেকে সড়কের উচ্চতা কোথাও কোথাও ১৪-১৫ ফিট। চরজুড়ে প্রচুর সবজি খেত। মিষ্টিকুমড়ার ফুটন্ত হলদে ফুলের ওপর সকালের সোনারোদ ঝিকিমিকি খেলে। গ্রামের প্রতিটা বাড়িই যেন একেকটি খামার। গরু, বকরি, হাঁস, মুরগি সবই পোষা হয়। কোনো কোনো বাড়ির পুকুরে মাছ চাষও করা হয়। হাঁটার ফাঁকে ফাঁকে চোখে পড়বে দোয়ানো গরুর দুধ, সদ্য বানানো খেজুর মিঠাই এবং টং দোকান। গ্রামের মানুষগুলোও বেশ আন্তরিক। ইচ্ছা হলেই যেথায় খুশি সেথায় থামিয়ে, ভরপুর সেই জায়গাটার মজা লুফে নিতে পারা যায়।
যুক্তরাষ্ট্র ভ্রমণভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন যারা
যুক্তরাষ্ট্র ভ্রমণভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন যারা
2025-06-21
বি‌দে‌শি যেসব নাগ‌রিক সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র ভ্রমণ ক‌রেন আগামীতে তারা ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন। গত শ‌নিবার (১৪ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের এ বার্তা জানিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। মা‌র্কিন দূতাবাসের ফেসবুকে উল্লেখ করা বার্তায় বলা হ‌য়ে‌ছে, অনেক ভিনদেশি বাবা-মা পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করেন শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে এবং তারা তাদের চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা ব্যবহার করেন। এই ব্যয় আমেরিকার করদাতাদের ওপর বর্তায় এবং ভবিষ্যতে এই অভিভাবকরা হয়তো তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারেন।
প্রবাস
আরও খবর
নিউইয়র্কে ঢাবি’র ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
নিউইয়র্কে ঢাবি’র ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
1 দিন আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গত ০১ জুলাই মঙ্গলবার জ্যামাইকার ৮৭-৪১, ১৬৫ স্ট্রিটে অবস্থিত ইলহাম একাডেমির কনফারেন্স কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়। আয়োজনটি করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ১০৪তম বর্ষ উদযাপন কমিটি। অনুষ্ঠান শুরু হয় সমবেত কণ্ঠে বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে। উপস্থাপনা ও পরিচালনায় ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ মুহাম্মদ শহীদুল্লাহ। অনুষ্ঠানের বড় অংশজুড়ে ছিল স্মৃতিচারণ। ক্যাম্পাস জীবনের কথা বলতে গিয়ে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। কিছু সময়ের জন্য হলেও ফিরে যান শিক্ষাজীবনে।
বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় প্রতিশ্রুতি পুর্নব্যক্ত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের
বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় প্রতিশ্রুতি পুর্নব্যক্ত মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের
5 দিন আগে
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি অভিবাসী কর্মীদের সুরক্ষা ও কল্যাণের প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় (কেসুমা)। তাদের মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে বলা হয়, গত ২৬ জুন কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল (নীতি ও আন্তর্জাতিক) ড. মোহাম্মদ শাহারিন বিন উমর এবং মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। বৈঠকে কেসুমার ডেপুটি সেক্রেটারি জেনারেল বিদেশি কর্মীদের কল্যাণে তার প্রতিশ্রুতি পুর্নব্যক্ত করেন।
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন
প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি দেবে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশন
6 দিন আগে
বাংলাদেশ হাইকমিশনে মালয়েশিয়ায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও স্মার্ট এনআইডি সেবা দিবে। আজ সোমবার (৩০ জুন) থেকে এ সেবা দেওয়ার কথা জানিয়েছে হাইকমিশন। গত শনিবার (২৮ জুন) কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের অফিসিয়াল ফেসবুকে পেজে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ উদ্যোগের ফলে মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করতে পারবেন এবং স্মার্ট এনআইডি কার্ড সংগ্রহ করতে পারবেন।
জব কর্ণার
আরও খবর